বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ভোলা জেলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল কুদদুসের হস্তক্ষেপে শুক্রবার রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল এসএসসি পরীক্ষার্থী শিমু রানী (১৫)। শিমু উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রী স্বপন চন্দ্র দে’র মেয়ে। সে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ আব্দুল কুদদূস জানান, শিমু রানীর সঙ্গে পক্ষিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের শ্রী তপন চন্দ্র দে’র ছেলে শ্রী ছোটন চন্দ্র দে (২৬) এর বিয়ের আয়োজন চলছে এমন সংবাদ পেয়ে তিনি শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাগর হাওলাদারকে সঙ্গে নিয়ে বরের বাড়িতে উপস্থিত হন। এ সময় তিনি দেখতে পান বিশাল প্যান্ডেল টাঙিয়ে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পরে ইউএনও’র হস্তক্ষেপে এসএসসি পরীক্ষার্থীর বাল্যবিয়ে পন্ড হয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।