পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক ও ভোক্তাদের উপর অবিচার বলে অভিমত ব্যক্ত করা হয়েছে। গতকাল (শনিবার) নগরীর আন্দরকিল্লাস্থ রেড ক্রিসেন্ট সোসাইটির হলে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন।
সভায় উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, এমনিতেই অপ্রতুল গ্যাস সরবরাহে ভোক্তাশ্রেণীর চরম দুর্ভোগ পোহাতে হয় প্রতিনিয়ত, তদুপরি মূল্যবৃদ্ধির এহেন অনাকাক্সিক্ষত সিদ্ধান্ত মড়ার উপর খঁড়ার ঘা বৈ আর কিছুই নয়। গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সরকারী এ সিদ্ধান্ত কোনভাবেই জনকল্যাণে সহায়ক নয়। কোনপ্রকার কারণ ছাড়া সরকারের এ ধরনের সিদ্ধান্ত হঠকারী ও অযৌক্তিক। বিরূপ প্রভাব পড়বে দেশের অর্থনীতির সকল সূচকে। মুখ থুবড়ে পড়বে জাতীয় অর্থনীতি।
সভায় মহাসচিব এইচ এম মুজিবুল হক শুক্কুর গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির এহেন গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাকিম মোহাম্মদ উল্লাহ, অধ্যক্ষ নুরুল ইসলাম সিদ্দিকী, মীর ফজল আকবর শাহজাহান, কাজী গোলাপ রহমান, অধ্যাপিকা আলেয়া চৌধুরী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।