Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘানার কাছেও হার!

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় হকি দলের সামনে আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আগামী ৪ থেকে ১২ মার্চ ঢাকার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বের খেলা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে খেলবে স্বাগতিক বাংলাদেশ। তাদের সঙ্গে গ্রুপে রয়েছে শক্তিশালী মালোয়েশিয়া, ওমান ও ফিজি। শুরুতে এই গ্রুপে কানাডার খেলার কথা থাকলেও তারা নিরাপত্তার দোহাই দিয়ে ঢাকায় আসছে না। তাই কানাডার পরিবর্তে খেলছে মালয়েশিয়া। ‘বি’ গ্রুপে আছে মিশর, ঘানা ও শ্রীলঙ্কা। উদ্বোধনী দিনই মালোয়েশিয়ার বিপক্ষে টার্ফে নামবে জিমি বাহিনী। তাই এখন প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় হকি দল। যদিও হকি ওয়ার্ল্ড লিগের দ্বিতীয় পর্বকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকায় প্রস্তুতি ক্যাম্প করার কথা ছিলো লাল-সবুজদের। তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি। ফলে দেশের মাটিতে ঘানাকে উড়িয়ে এনে প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। আফ্রিকার দলটির বিপক্ষে তিনটি ম্যাচ খেলার কথা রয়েছে। যার প্রথমটি গতকাল অনুষ্ঠিত হয়। আফ্রিকার দেশটিকে হারিয়ে যেখানে মনোবল বাড়িয়ে নেয়ার প্রত্যাশা ছিলো, সেখানে হয়েছে উল্টোটা। হার দিয়েই প্রস্তুতি ম্যাচ মিশন শুরু করতে হয়েছে জাতীয় হকি দলকে। গতকাল মওলনা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঘানা ২-০ গোলে হারায় বাংলাদেশকে। ম্যাচে বাংলাদেশ পাঁচটি পেনাল্টি কর্নার (পিসি) পেলেও তা কাজে লাগাতে পারেনি। প্রস্তুতি হলেও প্রথম ম্যাচে হেরে যাওয়ায় অসন্তুষ্ট বাংলাদেশের জার্মান কোচ অলিভার কার্টজ। তবে তিনি হতাশ নন। তাই ম্যাচ শেষে তাকে বলতে শোনা যায়, ‘ম্যান টু ম্যান মার্কিং নিয়ে আমি মোটেও সন্তুষ্ট নই। তারপরও এই ফলাফলে আমি হতাশও নই। টুর্নামেন্ট শুরুর আগে ঘানার বিপক্ষে আমরা আরও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবো। ওই ম্যাচ দু’টোয় কেমন খেলে ছেলেরা তা দেখতে অপেক্ষায় থাকতে হবে আমাকে।’
তিনি আরও বলেন, ‘ম্যাচে আমার ছেলেরা পিসি মিস করেছে। এটা আমার কাছে সমস্যা নয়। দীর্ঘ প্রস্তুতির কারণে তারা ক্লান্ত ছিল। ম্যাচটি আমাদের জন্য মোটেও ভালো ছিল না। তাই বলে সামনে ভালো থাকবে না এমন কোন কথা নেই। আমি মনে করি আমাদের জন্য ঘানা ম্যাচে হার একটি সতর্ক বার্তা।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘানা

২০ জানুয়ারি, ২০২২
২৬ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ