মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় একটি গির্জার ৩ তলা ভবন ধসে ১৭ জনের প্রানহানী ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে এখনও বিশাল এই ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে রয়েছে। গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) আকিয়েম বাতাবি শহরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গির্জাটি থেকে বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, ধসে পড়ার সময় গির্জাটির ভেতরে ৬০ জনের মতো মানুষ ছিল।
ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা গায়ান উইলিংটন এএফপিকে বলেছেন, উদ্ধারকারীরা আটজনকে জীবিত এবং ১৭ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। “ধ্বংসস্তূপ সরানোর জন্য আমরা আরও এক্সাভেটর পাঠিয়েছি।”
উদ্ধার হওয়াদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে দেশটির পূর্বাঞ্চলীয় মন্ত্রী এরিক দারফুর, “ঠিক কতজন মানুষ আটকা পড়েছে এ ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।”
কী কারণে গির্জায় ধসের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে গির্জার প্রতিষ্ঠাতা ধর্মগুরু ইসাক অফোরি পুলিশকে দদন্ত কাজে সহযোগিতা করছেন। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।