প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : তরুণ নির্মাতা ইয়ামিন ইলানের নির্দেশনায় প্রথমবার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছেন ফজলুর রহমান বাবু ও গোলাম কিবরিয়া তানভীর। অভিনেতা ফজলুর রহমান বাবু এবারই প্রথম একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেলেন। শর্টফিল্মের নাম ‘কন্যা’। ঢাকার উত্তরার লোকেশনে এর দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। বাবু বলেন, এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কন্যা সন্তানের চমৎকার একটি গল্প রয়েছে। প্রথমবার ভিন্নধর্মী এই গল্পে কাজ করছি। শাহ্ ইফতেখার তারিকের রচনায় ইলান সুন্দরভাবে গুছিয়ে এ কাজটি করছেন। আশা করি, দর্শক আমার এ কাজটি পছন্দ করবেন। তরুণ নির্মাতা ইলান এর আগে ‘হীন’ নামের একটি নাটকসহ বেশকিছু জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তিনি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয়ে বলেন, নারী অধিকার, নারীর ক্ষমতায়ন অনেক কিছুই আমাদের সমাজে হচ্ছে। চর্চার শুরু কিন্তু পরিবার থেকেই। অনেকেই মনে করেন ইসলামে নারীকে কেবল পর্দার আড়ালে রেখেই সম্মানিত করা হয়েছে। কিন্তু ইসলাম নারীকে কীভাবে প্রাধান্য দিয়েছে সেটা অনেকেরই অজানা। এই শর্টফিল্মটি মানুষের মনে নাড়া দেবে বলে আমার বিশ্বাস। মুহাম্মদ বদরুজ্জামানের প্রযোজনায় এটি পরিবেশনা করছে ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়া। খুব শিগগিরই হলিটিউনস রেকর্ডের ব্যানারে ইউটিউবে আসবে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।