Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশের হয়ে খেলবেন আলিদা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসে নিজ দেশের হয়েই ট্র্যাক মাতাবেন আমেরিকা প্রবাসী বাংলাদেশী নারী অ্যাথলেট আলিদা সিকদার। আজারবাইজানের বাকু শহরে অনুষ্ঠেয় চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের পক্ষে খেলবেন তিনি। ১২ থেকে ২২ মে পর্যন্ত বাকুতে অনুষ্ঠিত হবে এই গেমস। এ আসরে বাংলাদেশ অ্যাথলেটিক্স, সাঁতার, শূটিং, কুস্তি, কারাতে, জিমন্যাস্টিক্স ও ভারোত্তোলনে অংশ নেবে। গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের ১০০ মিটার স্প্রিন্ট ও লংজাম্পে অংশ নেবেন আলিদা। তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফখরুদ্দিন হায়দার। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি আলিদাকে ইসলামিক সলিডারিটি গেমসে পাওয়ার জন্য। ইতোমধ্যে তার নামও বাকুতে পাঠিয়ে দিয়েছি।’ গত বছরের শুরুতে ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে অনুষ্ঠিত গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে লাল-সবুজের পক্ষে খেলার কথা ছিলো আলিদা সিকদারের। কিন্তু তার আমেরিকান কোচের অনুমতি না থাকায় ওই আসরে তাকে পায়নি বাংলাদেশ অ্যাথলেটিক্স দল। পরে ওই বছর ব্রাজিলের রিও অলিম্পিক গেমসেও তাকে চেয়েছিলো বাংলাদেশ। কিন্তু এবারও ব্যর্থ হয় বিওএ। মেলেনি আলিদাকে। তবে দু’গেমসে তাকে না পাওয়ার হাহাকার মিটছে এবার, পাওয়া যাবে প্রবাসী বাংলাদেশী এই অ্যাথলেটকে।
রাজধানীর আরামবাগ এলাকার মোমেন সিকদারের মেয়ে আলিদা সিকদার এবার আজারবাইজানের রাজধানী বাকুতে ইসলামিক সলিডারিটি গেমসে খেলবেন বাংলাদেশের হয়েই। এমনটাই আশা বিওএ’র। গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে আলিদা ছাড়াও বাংলাদেশের দ্রæততম মানব মেজবাহ আহমেদ খেলবেন। তবে গেমসের এবারের আসরে আরচ্যারি ডিসিপ্লিন থাকছে না। গেল আসরে আরচ্যারি থেকে পদক জিতেছিলো বাংলাদেশ। তাই আরচ্যারি এবার না থাকায় বিওএ আলিদাকে নিয়েই স্বপ্ন দেখছে। এই গেমসে বাংলাদেশ দলে ৩১ জন ক্রীড়াবিদ থাকছেন। দলের জন্য বিওএ’র ব্যয় হবে দু’কোটি ৬২ লাখ টাকা। সরকার অর্থ না দিলে বিওএ নিজস্ব তহবিল থেকেই ব্যয়ভার চালাবে বলে বিশস্ত সূত্র জানায়। এ প্রসঙ্গে ফখরুদ্দিন হায়দার বলেন, ‘ইসলামিক সলিডারিটি গেমসকে সামনে রেখে আমরা বাজেট নির্ধারণ করেছি। আলিদার নামও আমরা বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করে পাঠিয়ে দিয়েছি। আমাদের বিশ্বাস এবার তিনি আমাদের পতাকা নিয়ে খেলবেন। যদিও এখন পর্যন্ত তার (আলিদা) বিমান টিকিট কাটা হয়নি। তবে শেষ পর্যন্ত তিনি গেমসে অংশ নিলে তার যাবতীয় খরচ আমরা বহন করবো।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ