বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের শৈলকুপা শহরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আওয়ামী লীগের কাজী আশরাফুল আজমের সাথে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু গ্রুপের মধ্যে প্রথমে উত্তেজনা ও পরে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম ও ছাত্রলীগ নেতা আবুল কালাম আহত হন।
ইটের আঘাতে এএসআই মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ এড়াতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার ও পাঁচজনকে গ্রেফতার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।