বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবনচরা থানাধীন ইসলামপাড়া খান বাহাদুর সড়কে একটি ঘরে আটকে মাছ কোম্পানীর এক কিশোরী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত একজন নারীসহ ৩ জনকে গ্রেফতার করেছেন। এ ঘটনায় ওই কিশোরীর পিতা বাদি হয়ে লবনচরা থানায় মামলা দায়ের করেছেন। কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- ধর্ষক লবনচরা থানাধিন ইসলামপাড়া খান বাহাদুর সড়কের ফজিলা রাইসমিলের পাশে ইনামুল কবিরের বাড়ির ভাড়াটিয়া কাঞ্চন মোল্লার ছেলে মো. রাহাত (২৭), মৃত আফজালের ছেলে ইকবাল হোসেন ওরফে টুকু (১৮)। এ ছাড়া ধর্ষণের সহযোগিতার অভিযোগে একই এলাকার বারেক ফকিরের স্ত্রী মোসা. রেবা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়। লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোাশররফ হোসেন জানান, খুলনার আছিয়া সী ফুডের শ্রমিক ওই কিশোরীকে শুক্রবার দুপুরে ইকবাল হোসেন ওরফে টুকু রাস্তা চিনিয়ে দেবার নাম করে ইসলামপাড়া খান বাহাদুর সড়কের ফজিলা রাইসমিলের পাশে ইনামুল কবিরের বাড়ির একটি কক্ষে নিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।