Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর নোয়ান্নইতে ছাত্রলীগ নেতাকে গুলি

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে আরমান হোসেন (২৮) নামক ছাত্রলীগের এক নেতাকে গুলি করে ও কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে দূর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত আরমান হোসেন ওই গ্রামের নূরু ডাক্তারের ছেলে ও নোয়ান্নই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি বর্তমানে বেগমগঞ্জ ভ‚মি অফিসে কর্মরত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ৮/১০ জনের একদল ডাকাত ছাত্রলীগ নেতা আরমানের ঘরে প্রবেশ করে। এসময় আরমান ডাকাতদের বাধা দিতে আসলে ডাকাতদল তার পেটে গুলি করে ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করে। ডাকাতিকালে মোবাইল, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। পরে ঘরের লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ