বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশনের ক্যারেজসপে রাখা আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের শোভন (চেয়ার) শ্রেণির ও লোকাল ট্রেনের অপর একটি বগিতে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দুইটি বগির ১৪টি চেয়ার, ৩টি ফ্যান ও ৫টি জানালার কাঁচ ভেঙ্গে গেছে। আগুনের খবর পেয়ে সান্তাহার পাশের নওগাঁ ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। এ ব্যাপারে হেড টিএক্সআর আনছার আলী মৃধা জানান, অগ্নিকান্ডের সুত্রপাত কি ভাবে হয়েছে তা আমার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এস,এস আরিফুর রহমান জানান, এ ঘটনায় কোন মামলা হয়নি। তবে তদন্তে সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।