বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরকার আদম আলী, নরসিংদী থেকে : খাদ্যের সন্ধানে বেরিয়ে গণধর্ষণের শিকার হয়েছে অনাহারক্লিষ্ট বাকপ্রতিবন্ধী (বোবা) এক অজ্ঞাত কিশোরী। গত মঙ্গলবার রাতে নরসিংদী শহর সংলগ্ন টাওয়াদী গ্রামে এ ঘটনাটি ঘটে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে মেডিক্যাল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। বোবা কিশোরীর পিতা-মাতার নাম- ঠিকানা কিছুই জানা সম্ভব হয়নি। সে কথা বলতে না পারায় তার নিকট থেকে কোনো তথ্য উদ্ধার করাও সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, এই কিশোরী মঙ্গলবার রাতে নরসিংদী রেলস্টেশন এলাকায় খাদ্যের সন্ধানে ঘোরাফেরা করছিল। এ সময় মুরাদ (১৭), সুমন (২৬), উজ্জল (১৭) ও সামসুল (২২) নামে ৪ অটোচালক তাকে খাবারের লোভ দেখিয়ে নরসিংদী শহরসংলগ্ন টাওয়াদী গ্রামের আমিনা বেগমের বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ভাড়াটে ঘরে রেখে বোবা কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর বোবা কিশোরীটি চিৎকার করলে ধর্ষকরা অবস্থা বেগতিক দেখে তাকে হত্যা করার পরিকল্পনা করে।
একপর্যায়ে তারা কিশোরীটিকে হত্যা করার জন্য চেপে ধরলে কিশোরীটি অবস্থা টের পেয়ে হুড়োহুড়ি ও চিৎকার করে। এসময় আশপাশের লোকজনের ঘুম ভেঙে গেলে তারা ঘটনাস্থলে দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। আটক করে চার ধর্ষককে। পরে তাদের রাতেই টহল পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ ধর্ষিত বোবা কিশোরীকে আকার-ইঙ্গিতে অনেক কিছু জিজ্ঞাসা করে। সে বুঝিয়েছে তাকে ৪ জন ধর্ষণ করেছে। এ অবস্থায় নরসিংদী শহর থেকে এক বোবা শিক্ষককে নিয়ে তার সাথে কথা বলায়।
এতে পুলিশ তার ধর্ষণের খবর বুঝতে পারে। পরে পুলিশ ৪ ধর্ষককে জিজ্ঞাসাবাদ করলে তারা পুলিশের নিকট ধর্ষণের কথা স্বীকার করে। এ ব্যাপারে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে ধর্ষক মুরাদ, সুমন, উজ্জল ও সামসুুলের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষকদের মধ্যে মুরাদ নরসিংদী সদর উপজেলার টাওয়াদী গ্রামের দুলাল মিয়ার পুত্র, সুমন একই এলাকার নুরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুরুজ আলীর পুত্র। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। উজ্জল একই এলাকার আজিজ বোডিং সংলগ্ন এলাকার ফজলুল হকের পুত্র। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনায়। সামসুল সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মজিবুর রহমানের পুত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।