Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সাবেক গোলরক্ষক তুহিন আর নেই

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার: ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়াসংঘের সাবেক গোলরক্ষক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান নির্বাচক হাবিবুল বাশার সুমনের বড় ভাই কাজী ইকরামুল বাশার তুহিন আর নেই। গতকাল সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ক্যান্সারের কাছে হার মেনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত তুহিন বাংলাদেশ মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত তিনিদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হেরে যান তিনি। গোলরক্ষক হিসেবে ঢাকার ফুটবলে ইস্টঅ্যান্ড ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু তুহিনের। ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত খেলেছেন ঢাকা মোহামেডানে। এরপর দীর্ঘদিন খেলেন জায়ান্ট কিলার খ্যাত আরামবাগ ক্রীড়াসংঘে। দেশের মাঠ দাপিয়ে বিদেশেও মোহামেডানের হয়ে এশিয়ান ক্লাবকাপে খেলেছেন তুহিন। গত বছরের মে মাসে ইকরামুল বাশার তুহিনকে দেখতে হাবিবুল বাশার সুমনের লালমাটিয়ার বাসায় গিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, মুশফিকুর রহীম এবং তাসকিন আহমেদ। তারা ওই সময় দেশবাসীর কাছে তুহিনের জন্য দোয়া চান। ওই সময় চিকিৎসা করানো হলে কিছুদিন সুস্থ ছিলেন ইকরামুল বাশার। কিন্তু কিছুদিন আগে থেকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি। যে কারণে তাকে ভর্তি করা হয় বাংলাদেশ মেডিক্যালে। হাবিবুল বাশার সুমনের মেজ ভাই কাজী ইমদাদুল বাশার জানান, তুহিনের মরদেহ কোথায় দাফন করা হবে তা এখনও ঠিক করা হয়নি। সাবেক গোলরক্ষক কাজী ইকরামুল বাশার তুহিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা মোহামেডান, আরামবাগ ক্রীড়াসংঘ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন।



 

Show all comments
  • Mohammed Saleh Bablu ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫১ এএম says : 0
    ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাবেক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ