বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজধানীর খিলগাঁও রেলগেটে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক এক উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নিহত হয়েছেন। তার নাম ফখরুল ইসলাম। শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে নয়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফখরুল ইসলামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানার ঝাউগড়া গ্রামে। তিনি বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক হিসেবে গত বছরের ৩১ ডিসেম্বর অবসরে যান। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ওয়ারীতে নিজ ফ্ল্যাটে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ। তিনি বলেন, সকালে রেললাইন দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফখরুল। এ সময় কমলাপুরগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।