প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ঝাং ইয়ামু পরিচালিত ইতিহাসের পটভ‚মিতে অ্যাকশন অ্যাডভেঞ্চার ফিল্ম ‘দ্য গ্রেট ওয়াল’। ‘কামিং হোম’ (২০১৫), ‘দ্য ফ্লাওয়ার্স অফ ওয়ার’ (২০১২), ‘আ উওম্যান, আ গান অ্যান্ড এ নুডল শপ’ (২০১০), ‘কার্স অফ দ্য গোল্ডেন ফ্লাওয়ার’ (২০০৬), ‘রাইডিং অ্যালোন ফর থাউজেন্ডস অফ মাইলস’ (২০০৬), ‘হিরো’ (২০০৪), ‘হাউস অফ ফ্লাইং ড্যাগার্স’ (২০০৪), ‘হ্যাপি টাইমস’ (২০০২), ‘দ্য রোড হোম’ (২০০১) এবং ‘নট ওয়ান লেস’ (২০০০) ইয়ামু পরিচালিত চলচ্চিত্র।
হাজার মাইল পেরিয়ে ইউরোপীয় দুই ভাড়াটে যোদ্ধা উইলিয়াম গ্যারিন (ম্যাট ডেমন) এবং পেরো টোভার (পেদ্রো প্যাস্কেল) প্রাচীন চীন দেশে এসেছে সেই দেশে আবিষ্কৃত এক বিধ্বংসী অস্ত্রের সূত্র জানার জন্য। পথিমধ্যে তারা এক অজানা ভয়ানক দানবের মুখোমুখি হয়। সেই দানবের হাত থেকে রক্ষা পেলেও এক বিশেষ চীনা বাহিনীর হাতে তারা বন্দী হয়। তাদের চোর হিসেবে সাব্যস্ত করা হয়। বন্দী অবস্থায় তারা জানতে পারে যারা তাদের বন্দী করেছে তারা এক গোপন বাহিনীর সদস্য। তাদের অস্তিত্ব আর প্রশিক্ষণের একমাত্র লক্ষ্য হচ্ছে সেই বিশেষ দানবকে মানব বসতিতে আসতে বাধা দেয়া। ৬০ বছর পরপর জেইড মাউন্টেন থেকে উঠে আসে সেই দানব, আর পথে যে মানুষ আর প্রাণী পড়ে সব তার পেটে যায়। শক্তিশালী এই দানবের বিরুদ্ধে তাদের প্রশিক্ষণ, দুর্বল অস্ত্র আর মহাপ্রাচীরই হচ্ছে নিরাপত্তা। তাদের নেতৃত্বে আছে জেনারেল শাও (ঝাং হানিউ)। উইলিয়াম এই বাহিনীর সঙ্গে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু তার আগে তার নিজের সামর্থ্য আর দক্ষতা প্রমাণ করতে হবে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।