Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে পারলে পরকালে নাজাত পাওয়া সম্ভব-পীর ছাহেব, ফান্দাউক দরবার শরীফ

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাত : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের গদিনশিন পীর ও আঞ্জুমানে খাদিমুল ইসলামের আমীর আলহাজ মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, কুরআনের নির্দেশিত পথে আমাদের চলতে হবে। কুরআন সুন্নাহর আলোকে জীবন গড়তে পারলে পরকালে নাজাত পাওয়া সম্ভব। কুরআনের শিক্ষা থেকে বিচ্ছুতির কারণে সমাজে অশান্তি বিরাজ করছে।
তিনি বলেন, সত্যিকারের আল্লাহর খাঁটি বান্দা হতে হলে শরিয়তের পাশাপাশি মারিফতে এলেম লাভ করতে হবে। আর এই মারিফতে এলেম অর্জনের জন্য কামেল পীরের সাহচর্য প্রয়োজন। কামেল পীরের সঙ্গ লাভ ছাড়া মারিফতের এলেম অর্জন করা সম্ভব নয়। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওলি আউলিয়ারা মাঠে ময়দানে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি গত ২০ ফেব্রæয়ারি মাধবপুর স্টেডিয়াম মাঠে এক বিরাট ইছালে ছাওয়াব মাহফিলে সভাপতির বয়ান দানকালে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলের আহ্বায়ক ও মাধবপুর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবদুল মান্নান মৃধার তত্ত্ববধানে ওয়াজ করেন ফান্দাউক দরবার শরীফের খাদেম মাওলানা কামাল উদ্দিন আনসারী, আলহাজ মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা মোয্যাম্মিল হক মাসুমী, মাওলানা ইলিয়াছ নোমানী। উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কেন্দ্রীয় সহসভাপতি পীরজাদা আলহাজ সৈয়দ বাকের মস্তোফা, ডা: মো. ইকবাল, মাওলানা মোস্তাক আহমেদ, মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও দৈনিক ইনকিলাবের মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা কে এম শামছুল হক আল মামুন প্রমুখ। পরে দেশের মঙ্গল ও মুসলিম বিশ্বের শান্তি ঐক্য কামনা করে মোনাজাত করা হয়।

 



 

Show all comments
  • Md.Salauddin Ayubi ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১০:২০ এএম says : 0
    রাইট
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুরআন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ