Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

কোটালীপাড়ার এস.এস. ফাযিল মাদরাসার বন্ধ তালা খুলে দিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

কোটালীপাড়া উপজেলা সংবাদদাতা : উপজেলা নির্বাহী অফিসারের আদেশে গোপালগঞ্জের পূর্ব উত্তর কোটালীপাড়ার এস,এস, ফাযিল মাদরাসার বন্ধ তালা খুলে দেওয়া হয়েছে। গত সোমবার সন্ধায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাদরাসায় এসে অধ্যক্ষের বন্ধ রুমের তালা খুলে ভিতরে প্রবেশ করে দরকারি অফিসিয়াল কাগজপত্র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন কে বুঝিয়ে দেন। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, হাজী মো. জহুরুল হক, মো. নজরুল ইসলাম, মো. আলমগীর, মো. মুজিবুর রহমান, আব্দুল মালেক ফকির, মো. আ. করিম সরদার, মো. সিদ্দিক হাওলাদার ,কোটালীপাড়া থানার এ.এস.আই আনোয়ার হোসেন, শিক্ষক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ২ ফেব্রুয়ারি অধ্যক্ষ আনোয়ার হোসেন খান রুমটি তালা দিয়ে মাদরাসা ত্যাগ করেন। এরপর থেকে মাদরাসার কার্যক্রম চরমভাবে ব্যহত হতে থাকে। মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন এর এক আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার এ আদেশ দেন। এ ছাড়াও অধ্যক্ষ আনোয়ার হোসেনের সীমাহীন দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও অনৈতিক আচার-আচরণের অভিযোগে গভার্নিং বডি ১১ ফেব্রæয়ারি তাকে সাময়িক বরখাস্ত করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন আমি উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের নির্বাহী আদেশে মাদরাসায় এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বন্ধ রুমটি খুলে মালামালগুলো ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন কে বুঝিয়ে দেওয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিক্ষা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ