পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট ডেস্ক : বড় বিভাগের শিল্প নগরী ছাড়া বিসিকের অন্যান্য শিল্প নগরীসমূহে খালি প্লটে এফবিসিসিআইর উদ্যোগে পরীক্ষামূলকভাবে সোলার বেইজড শিল্প কারখানা গড়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার আশা প্রকাশ করেন। বিসিকের ঢাকা বিভাগের অর্ধ-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রোববার বিসিক প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিকের পরিচালক (উন্নয়ন ও স¤প্রসারণ) জীবন কুমার চৌধুরী, ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক মো. আহসান হাকিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় জানানো হয় ঢাকা বিভাগের ১৮টি জেলার জুলাই ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৬ পর্যন্ত উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৩২৫ জন, প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ৮২৫ জনকে। অগ্রগতির হার ৩৫ শতাংশ। বিশেষ অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন বিসিকের সকল কর্মকর্তা, কর্মচারীর কাজের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।