Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়া দ্বিতীয় বিসিক শিল্পনগরী জমি জটিলতার ফাঁদে

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ৩:১৩ পিএম

শুধুমাত্র জমির রেকর্ড জটিলতায় কুষ্টিয়ার কুমারখালীতে বিসিক শিল্পনগরী স্থাপনে বিলম্ব হচ্ছে। বিসিক শিল্পনগরীর জন্য বারবার সরকারি উদ্যোগ নেয়া হলেও তা আলাের মুখ দেখেনি। নতুন করে বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিসিক থেকে বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ নিয়ে শিল্পে জড়িয়ে অনেকে সফলতা পেলেও কেউ কেউ নানাবিধ কারণে পুঁজি পর্যন্ত হারিয়ে পথে বসেছে। মূলত নির্ধারিত জায়গা না থাকায় অপরিকল্পিত ও বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে তাঁতসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান। কুমারখালীতে বিসিক শিল্পনগরী স্থাপনের দাবি উঠে আসছে বহুদিন থেকেই। বিএনপি জোট সরকারের সময় জলাপীতলায় এর জায়গাও নির্ধারণ করা হয়। কিন্তু সরকার পরিবর্তন হলে সেই উদ্যোগ পও হয়ে যায়। পরে বর্তমান সরকারের আমলে সাবেক এমপি আবদুর রউফ চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শেষবারের মতো শিল্পনগরী স্থাপনে স্থানীয় এমপি সেলিম আলতাফ জর্জ চেষ্টা চালাচ্ছেন।

সর্বশেষ কুমারখালীকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে নতুন করে আধুনিক ও পরিকল্পিত একটি বিসিক শিল্পনগরী স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতােমধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের পাশের ডােবা ভরাট করে অত্র জায়গায় শিল্পনগরী করার পরিকল্পনা নিয়েছে শিল্প মন্ত্রণালয়।

নির্ধারিত স্থানের তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া বিসিকের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) সােলায়মান হােসেন বলেন, অনেকেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তােলার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু বিসিকের নির্ধারিত জায়গা না থাকায় অপরিকল্পিতভাবে যত্রতত্র কলকারখানা গড়ে উঠেছে। সেজন্য আধুনিক ও পরিকল্পিত নতুনবিসিক শিল্পনগরী গড়ে তােলার জন্য কুমারখালীতে প্রায় একশ’ একর জমি নির্ধারণ করা হয়েছে।

তিনি আরাে বলেন, নির্ধারিত স্থানের জমি আগে এক ফসলি ভোবা হিসেবে চিহ্নিত থাকলেও সর্বশেষ রেকর্ড সংশােধনীতে ভুল করে ধানী জমি হিসেবে রেকর্ড হওয়ায় বিলম্ব হচ্ছে। তিনি আরাে জানান, অচিরেই নির্ধারিত জায়গা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করা হবে।

উল্লেখ্য, ১৯৭৮ সালে কুমারখালীতে বিসিক শুধুমাত্র তাঁতশিল্প নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে। যার থেকে সহায়তা তেমন পাননি কুমারখালীর শিল্প মালিকেরা। সেটি ২০০৮ সাল থেকে বর্তমানে বাংলাদেশর্তাতবোর্ডের একটি শাখা হিসেবে টিকে আছে। যদিও স্থানীয়রা পৌরসভার সামনে পুকুরের পাড়ের অত্র সরকারি প্রতিষ্ঠান তাঁতবাের্ডকে বিসিক বলেই চেনে।

তাঁতবাের্ডের সেবা সম্পর্কে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত রানা টেক্সটাইলের পরিচালক মাসুদ রানা জানান, ততবোর্ডের সেবা আরাে উন্নত হওয়া জরুরি। নতুন আধুনিক যন্ত্রপাতি স্থাপনের আশায় রয়েছে কুমারখালীর তাঁতশিল্পের মালিকেরা। তিনি আরাে বলেন, বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করা দীর্ঘ সময়ের ব্যাপার। বিসিক স্থাপিত হলে সর্ব প্রথম পরিবেশবান্ধব ইটিপি চালুর প্রতি গুরুত্ব দেন এই তরুসফল শিল্পপতি।

কুমারখালীতে প্রত্যাশিত বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করার ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, ৫মাস আগেই জায়গা নির্ধারণ করা হয়েছে, কার্যক্রম চলমান আছে।

কুমারখালী পৌরসভা মেয়র সামছুজ্জামান অর জানান, শিল্পনগরী গড়ে উঠলে এ অঞ্চলের মানুষের ব্যবসা বাণিজ্য ও জীবনযাত্রার মান উন্নত হবে এবং অর্থনৈতিক শক্তি হবে চাঙ্গা । কুমারখালীতে বহু প্রত্যাশিত বিসিক শিল্পনগরী শুধুমাত্র জমির রেকর্ড সংশােধনীতে ভুল থাকায় স্থাপনে বিলম্ব আর দেখতে চাচ্ছেন না সংশ্লিষ্টরা। বিসিক থেকে বিভিন্ন প্রশিক্ষণ নেয়া শিল্পোদ্যোক্তারা এতে ক্ষোভে ফেটে পড়ছেন। তারা সকল জটিলতার দ্রুত সমাধান কামনা করে বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিসিক শিল্পনগরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ