Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাউকে কোনো ছাড় নয় প্রেসিডেন্ট

প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠক করল নতুন ইসি

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাউকে কোনো ছাড় না দিতে নতুন নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। একই সাথে তিনি কমিশনের সদস্যদের দায়িত্ব পালনে সতর্ক থাকতে বলেছেন। গতকাল সোমবার বিকেলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান নতুন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে কমিশনের চার সদস্য মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী। বৈঠক শেষে প্রেসিডেন্টের মো. আবদুল হামিদের প্রেস সচিব মো. জয়নাল আবেদীন ইনকিলাবকে বলেন, সাক্ষাৎকালে প্রেসিডেন্ট নতুন নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানান এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে কোনো ধরনের ছাড় না দেয়ার পরামর্শ দেন। প্রেস সচিব জানান, এ নতুন কমিশন যাতে করে সকল রাজনীতিক দল ও ভোটারদের আস্থা অর্জন করতে পারে সে পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্ট। এসময় প্রেসিডেন্ট আরও জানান, তিনি নিজের জেলা কিশোরগঞ্জের জেলা প্রশাসককে বলেছেন, কোনো নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। নির্বাচন অবাধ করতে বলেছেন তাদের, হোক সেটা স্থানীয় কিংবা জাতীয় নির্বাচন। একইভাবে নতুন কমিশনও প্রভাবমুক্ত হয়ে কাজ করবে বলে প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন।
প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠক করল নতুন ইসি
নবগঠিত এ নির্বাচন কমিশনের অধীনে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া সব মিলিয়ে তারা প্রায় ৬০ হাজার নির্বাচনের আয়োজন করবে। এরই মধ্যে নতুন কমিশনের অধীনে রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর নির্বাচন হয়েছে। ঘোষণা করা হয়েছে সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সুনামগঞ্জ-২ শূন্য আসনের উপ-নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল। এর আগে ৬ ফেব্রæয়ারি রাতে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন প্রেসিডেন্ট। বিএনপি পক্ষপাতিত্বের অভিযোগ এনে এ কমিশনের নানা সমালোচনা করে যাচ্ছে। তবে দায়িত্ব গ্রহণের পর প্রথম সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন, সব দলকে সঙ্গে নিয়ে অবাধ ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের চেষ্টা করবেন তারা।



 

Show all comments
  • Nannu chowhan ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ৭:৫২ এএম says : 0
    Only flowery word,it will be same like bfore.........
    Total Reply(0) Reply
  • Rashed ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    kon pokkhe hobe seta pore jana jabe...akhon nirepekkho er dorkar nai...nirbachoner somy niropekkho thakle valo hobe
    Total Reply(0) Reply
  • Monir Chowdhury ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    আওয়ামীলিগ ছাড়া
    Total Reply(0) Reply
  • Jakir Rahman ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৩ এএম says : 0
    ভালো কথা বলতে ও শুনতে দুইটাই খুব ভালো লাগে,কিন্তু ভালো কাজটা করা খুব কঠিন
    Total Reply(0) Reply
  • Md Monir ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১১:৫৭ এএম says : 1
    ইসি গঠনেই দেশ বাসি বুজতে পেরেছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিরপেক্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ