Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিঙ্গ-নিরপেক্ষ বাসস্ট্যান্ড কেরালায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

স্থানীয়দের দাবি ছিল, ছেলে-মেয়ে এক সঙ্গে বসতে পারবে না। স্থানীয়দের সেই দাবি মেনে ভারতের কেরালা রাজ্যের তিরুঅনন্তপুরমে ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে বাসস্ট্যান্ডের বসার জায়গা তিন ভাগে ভাগ করা হয়েছিল। এনডিটিভি জানিয়েছে, ওই ঘটনার প্রতিবাদে পুরুষ সহপাঠীদের কোলে বসেছিলেন নারী সহপাঠীরা। ভারতে সেই ছবি ভাইরাল হয়েছিল। অবশেষে ওই বাসস্ট্যান্ডে বসার জায়গা নতুন করে তৈরি করল প্রশাসন। মেয়র আর্য এস রাজেন্দ্রন জানান, লিঙ্গ-নিরপেক্ষ বসার জায়গা তৈরি করা হলো। যেভাবে ওই বসার জায়গা তৈরি হয়েছিল, তা ঠিক হয়নি বলে জানিয়েছেন মেয়র। তিরুঅনন্তপুরমের শ্রীকরমের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে ওই বাসস্ট্যান্ডে ছাত্রছাত্রীদের ভিড় লেগেই থাকে। কিন্তু বাসস্ট্যান্ডে বসার জায়গা ছিল ভাগ করা। ছেলে এবং মেয়েরা যাতে আলাদা আলাদা বসে, সেই লক্ষ্যে ছিল এই বন্দোবস্ত। এর প্রতিবাদ করেন কয়েক জন কলেজ শিক্ষার্থী। ওই আসনে একে অন্যের কোলে বসে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা। তার পরেই পদক্ষেপ নিল প্রশাসন। শিক্ষার্থীদের ওই কোলে বসা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বাসস্ট্যান্ডটি পরিদর্শনে যান মেয়র। তিনি সাফ জানিয়ে দেন, যেভাবে বেঞ্চগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে তা উচিত হয়নি। মেয়র আরো জানান, কেরালার মতো একটি প্রগতিশীল রাজ্যে এমন দৃষ্টিভঙ্গি খারাপ নিদর্শন। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিঙ্গ-নিরপেক্ষ বাসস্ট্যান্ড কেরালায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ