Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিক্ষোভ : পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া

ফেসবুকে কাবা শরীফের অবমাননা নবীগঞ্জে দফায় দফায়

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

নবীগঞ্জ উপজেলা সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় পবিত্র কাবা শরীফ অবমাননা করে ফটোশপের মাধ্যমে ব্যঙ্গচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করার ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও হিন্দু স¤প্রদায়ের বাড়িঘরে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিভিন্ন গ্রাম থেকে থেমে থেমে কয়েকটি মিছিল নিয়ে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে রজত রায়ের ফাঁসি দাবি করে বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে মিছিলটি মধ্যসমেত গ্রামস্থ রজত রায়ের বাড়ির দিকে গিয়ে ওই গ্রামের চারটি বাড়িতে ঢিল ছুড়ে। এতে অভিজিৎ রায়, সঞ্জয় রায়, শুভাষ রায়, গোবিন্দ রায়ের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয়। শেষে বিক্ষুব্ধ জনতা ফের মিছিল নিয়ে বাজারের দিকে আসার সময় নারায়ণ নামের এক স্বর্ণকার মিছিলটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে জানা গেছে। এর পরপরই ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। দুপুর ২টার দিকে বিক্ষুব্দ জনতাদের নিয়ে স্থানীয় হাইস্কুল মাঠে প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি শান্ত করার লক্ষে এক আলোচনা সভা করেন। এতে বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিজিবির কর্নেল সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) সফিউল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার প্রমুখ। পরে প্রশাসনের কর্মকর্তারা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, অপরাধী যেউ হোক, আইনের ঊর্ধ্বে কেউ না। ঘটনার পরপরই দোষী রজত রায়কে গ্রেফতার করেছে পুলিশ এবং প্রচলিত আইনে তার সর্বোচ্চ শাস্তি হবে। এ ব্যাপারে তিনি বিক্ষোভকারীদের আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে বলেন, অপরাধ করেছে একজন তার শাস্তি হবে নিশ্চিত। কিন্তু আপনারা কেউ আইন নিজের হাতে নিয়ে অপরাধী হবেন না। এসময় বিক্ষোভকারীরা প্রচলিত আইনে দোষী রজতের শাস্তি না দিয়ে তাকে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তার বিচারের দাবি জানান।
এদিকে, ফেসবুকে পোস্টের পর জনতা বিক্ষোভ মিছিল করার খবর পেয়ে রজত রায়কে রোববার বিকেলে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ