Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

ঠাকুরগাঁও সদর হাসপাতালে সেবা বাড়ছে -রমেশ চন্দ্র সেন এমপি

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা : ঠাকুরগাঁও সদর হাসপাতালে দিন দিন সেবার মান বাড়ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন। তিনি রোববার সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি স্বাস্থ্য সেবা নিশ্চিতে আলাদা কক্ষ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। এ সময় সিভিল সার্জন আবু মো. খয়রুল কবির, শিশু বিশেষজ্ঞ ডা. শাহাজাহান নেওয়াজ, জেলা আ’লীগের সহ- সভাপতি মাহাবুবুর রহমান খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে তিনি সিভিল সার্জন সভা কক্ষে ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে যোগ দেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের অর্থায়নে ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ১শত শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিত করতে ২৭ কোটি টাকা ব্যয়ে ৬তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মিত হচ্ছে। আর এটি সম্পূর্ন হলেই এ জেলার স্বাস্থ্য সেবার মান পরিপূর্ণ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঠাকুরগাঁও


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ