বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলার হরিপুরে কবিরুল ইসলাম কবির নামে এক সাংবাদিকের পুত্রকে ছুরিকাঘাত করায় দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে হরিপুর থানা পুলিশ।
গত (২৯'অক্টোবর) শনিবার রাতে হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের পার্শ্বে দামোল নামক জায়গায় তার উপর অতকৃতভাবে হামলা করেন কয়েকজন সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় সংবাদিক পুত্র রেজওয়ানুল হক হৃদয় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
এ ব্যাপারে গত বুধবার রাতে ৮ জনকে আসামী করে হরিপুর থানায় মামলা দায়ের করেছেন আহত রেজওয়ানুল হক হৃদয়ের চাচা আব্দুর রশিদ সেন্টু।
জানা গেছে, হরিপুর উপজেলা যায়যায়দিন পত্রিকার সাংবাদিক কবিরুল ইসলাম কবিরের বড় ছেলে রেজওয়ানুল হক চৌরঙ্গী বাজারে কীটনাশকের দোকান বন্ধ করে বাড়ে ফেরার পথে হলদিবাড়ি গ্রামের সন্ত্রাসী নাজিম উদ্দীন, সৌরভসহ কয়েকজন সন্ত্রাসী তার বুকে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে সে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় ও তার পরিবার তাকে উদ্ধার করে প্রথমে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সার্জারী বিভাগে ভর্তি আছেন।
এ বিষয়ে সাংবাদিক কবিরুল ইসলাম বলেন,আমার ছেলেকে যারা ছুরিকাঘাত করেছে তাদের বিচার চাই। বর্তমানে আমার ছেলে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।
হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজুল ইসলাম বলেন,আমরা মামলা নিয়ে ২জন আসামিকে আটক করে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেফতার করতে আমার টিম কাজ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।