বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে মৎস্যজীবী লীগের নেতা শাকিল আহমেদের মৃত্যুর ঘটনায় ঢাকা থেকে র্যাব ও পুলিশের সহায়তায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বংশাল, মোহাম্মদপুর ও সাভার এলাকা থেকে দেলোয়ার হোসেন (৪৫), হাবিব হোসেন (২৪), শামীম হোসেন ওরফে সামিউম বাছির (২০) এবং জসিম উদ্দিন (৩৪) নামে ওই চারজনকে গ্রেফতার করা হয় বলে র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।
গত ৩ সেপ্টেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার হলদিবাড়ী হাট জামে মসজিদে জুমার নামাজের সময় মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে মন্তব্যের জন্য ইমামকে তাৎক্ষণিকভাবে বাদ দেবার ঘোষণা দেয় মসজিদ কমিটি। এরপর নতুন ইমাম নিয়োগ নিয়ে গ্রমের দুটি পক্ষ সংর্ঘষে জড়ায়।
এর জের ধরে পরদিন স্থানীয় বাজারে যুবলীগ নেতা সাইদ আলম এবং তার ছোট ভাই মৎস্যজীবী লীগের ভানোর ইউনিয়ন কমিটির সভাপতি শাকিল আহমেদের ওপর হামলা চালায় একটি পক্ষ। হামলায় আহত শাকিলকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ নেয়া হলে সেখান চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
র্যাব বলছে, ওই ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় মামলা হলে আসামিরা সবাই আত্মগোপনে চলে যায়। অনুসন্ধানে নেমে র্যাব ঢাকার আরমানিটোলা এলাকায় দেলোয়ার হোসেনের সন্ধান পেয়ে তাকে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী, সাভারের হেমায়েতপুর থেকে হাবিব হোসেন, মোহাম্মদপুর থেকে শামীম হোসেন ওরফে সামিউম বাছির এবং জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত চারজনই ওই ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আলম বলেন, শাািকল হত্যা মামলার ৪ জন আসামীকে ঢাকার বিভিন্ন স্থান থেকে পুলিশ ও র্যাব-১০ এর সহযোগীতা নিয়ে তাদের ধরা হয়েছে। বালিয়াডাঙ্গী পুলিশের টিম গ্রেফতারকৃত আসামীদের নিয়ে ঠাকুরগাঁওয়ের পথে রাওনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।