Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যতিক্রম চট্টগ্রাম আবাহনী

স্বগতিকদের ম্যাচেও দর্শকশূণ্য!

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরে আয়োজক চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্ট নিয়ে দর্শকদের যেভাবে মাঠমুখি করতে পেরেছিল, কিন্তু দ্বিতীয় আসরে এসেই সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারেনি। এবারের আসরে ছিল না তেমন প্রচার-প্রচারণা। এ কারণেই এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনেও দর্শকদের সাড়া মেলেনি। অথচ, আয়োজকরা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, প্রচারণার ক্ষেত্রে আমরা পিছিয়ে নেই। তাদের এমন দাবি মিথ্যা প্রমাণিত হয় গতকালের ম্যাচটিতে। গতকাল স্বাগতিক চট্টগ্রাম আবাহনী মাঠে নামলেও দর্শকদের সেভাবে দেখা যায়নি গ্যালারিতে। ম্যাচটিতে চট্টগ্রাম আবাহনী ভালো খেলা উপহার দিয়ে ৩-১ গোলে আফগানিস্তানের শাহীন আসমায়ে এফসিকে হারায়। আবাহনীর ওয়ালসন দু’টি ও কিংসলে একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। বিজিত দলের হয়ে একমাত্র গোলটি করেন নাসির।
এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে গতকাল ম্যাচের ২৪ মিনিটেই চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড ওয়ালসন কোনাকুনি শটে গোল করেন ১-০। এরপর ৪০ মিনিট আরেক ফরোয়ার্ড কিংসলে ব্যবধান দ্বিগুণ করেন ২-০। ম্যাচের ৫৮ মিনিটে একটি গোল পরিশোধ করে আফগানিস্তানের ক্লাব দলটি। ডিফেন্ডার আমানুল্লাহর পাস থেকে ডি-বক্সে জটলায় বল পেয়ে যান মিডফিল্ডার নাসির। কোনো ভুল না করে প্লেসিং শটে বল জালে জড়ান তিনি ২-১। তবে ম্যাচের ৮৩ মিনিটে ডিফেন্ডারদের ভুলে আবারও পিছিয়ে পড়ে শাহীন আসমায়ে ক্লাব। এ সময় আবাহনীর কৌশলী ফরোয়ার্ড ওয়ালসন গোল করে দলের জয় সুনিশ্চিত করেন ৩-১।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্যতিক্রম

২০ ফেব্রুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ