Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব

প্রকাশের সময় : ৫ জুন, ২০১৬, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা

ঢাকার ধামরাইয়ের পৌরসভার বিজয়নগর মহল্লায় অঙ্কুর নৈশ বিদ্যালয়ে এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার পর বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ ফল উৎসব শুরু হয়। এখানে দেশি ফলের কোনো প্রদর্শনী ছিল না। সমাজের অসহায় সুবিধাবঞ্চিত ছিন্নমূল শিশুদের দেশি ফলের পরিচয়ের পাশাপাশি তাদের ফল খাওয়ানো হয়েছে। ফল খাওয়ানোর পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অঙ্কুর সংগঠনের অন্যতম সদস্য পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, প্রথম আলোর সিনিয়ি‘র সাব-এডিটর মাহমুদ ইকবাল, বংশী নদী সুরক্ষা আন্দোলনের অন্যতম উদ্যোক্তা মাহমুদুর রশিদ এবং বেসরকারি সংস্থা সজানের নির্বাহী কর্মকর্তা মর্তুজ আলীসহ অঙ্কুরের অন্যান্য সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন অঙ্কুরের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মাহতাব-উজ জাহিদ মিল্টন। এ প্রসঙ্গে নবনির্বাচিত পৌর মেয়র আলহাজ গোলাম কবির মোল্লা বলেন, নিজের ছেলে মেয়েরা সব ধরনের দেশি ফল খাবে আর অসহায় সুবিধাবঞ্চিত পথশিশুরা ফল খেতে পারবে না। এ বিষয়টি চিন্তা করেই ফল উৎসব হয়েছে। শুধু ফল নয় শীতকালে নানারকম পিঠা ও খাওয়ানো হয়েছে পথশিশুদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধামরাইয়ে ব্যতিক্রমধর্মী ফল উৎসব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ