বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বোদা উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় মামা-ভাগিনার এক ব্যতিক্রমী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দিনব্যাপী উপজেলার সাকোয়া ইউনিয়নের হারাগঞ্জ গ্রামে নিপেন্দ্রনাথ বর্মন এর বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মামা বীরমুক্তিযোদ্ধা সুদর্শন বর্মন ও বিজয় চন্দ্র জানান, আমাদের পরিবারে ১৭ জন ভাইয়ের মধ্যে ৫১ জন ভাগিনা রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা তেমন কারো সঙ্গে এক সাথে কোন উৎসব করতে পারি না। কারো কারো বাড়ি অনেক দুরে তাই মামার বাড়িতে তারা আসা যাওয়া করতে পারে না। অনেক ভাগিনা আছে তারা মামার বাড়িতে তেমন একটা আসে না। স্কুল শিক্ষক আমাদের পরিবারের বড় ভাগিনা মধুর পরামর্শে এই মামার বাড়িতে ভাগিনার আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে বলে মামা বিজয় চন্দ্র জানিয়েছেন। এই উৎসবের আয়োজনে কোন ভাগিনা বাদ পড়েনি। মামার বাড়িতে ভাগিনার দাওয়াত উৎসবে ব্যাপক সাজ-সজ্জার আয়োজন করা হয়েছে। ডাক-ডোল ও ব্যান্ড পাটিতে মামার বাড়ি পরিণত হয়েছে এক বিশাল আনন্দ উৎসবের। ভাগিনারা মামার বাড়িতে আসার সময় হরেক রকম মিষ্টি, দই আর মামা-মামীর জন বিভিন্ন রকরের কাপড়ের উপহার সামগ্রী নিয়ে হাজির হয়েছেন। মামারা তাদের সুন্দর ভাবে অ্যাপয়নের জন্য বেশ কয়েকটি খাসি ছাগল রান্না করেছেন। এমন এক উৎসবের আয়োজন দেখে আশপাশের মানুষের মধ্যে এক চাঞ্চলকর অবস্থার সৃষ্টি হয়। পাড়া প্রতিবেশি সবাই খুঁজি এমন এক আয়োজন দেখে। দিনব্যাপী এই আয়োজনে ৫১টি পরিবারের ভাগিনা আর ভাগিন মৌউ মা এবং তাদের সন্ত্রাণদের কাছে একটি মহামিলনের দিনের মতো মনে হচ্ছিল। বছরের এমন একটি দিন তারা সব সময় যেন পালন করতে পারে তাই সৃষ্টি করর্তার কাছে তারা প্রার্থনা করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।