বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঈশ্বরগঞ্জ উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের দরজা ভেঙে কম্পিউটার ল্যাব থেকে ১২টি ল্যাপটপ চুরি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে চুরির ওই ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের সাখুয়া আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব কক্ষের দরজা ভেঙে প্রবেশ করে ১৭টি ল্যাপটপের মধ্যে ১২টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় শুক্রবার গভীর রাতে। বিদ্যালয়ের নাইটগার্ড জালাল উদ্দিন স্কুলে টোল টেবিল টানার কাজ করে ক্লান্ত হয়ে রাত ১২টার দিকে অন্য একটি কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে চুরির ঘটনাটি দেখে প্রধান শিক্ষকে ফোনে অবহিত করেন।
প্রধান শিক্ষক সালাহ উদ্দিন মাহমুদ বলেন, সকালে নাইটগার্ডের ফোন পেয়ে স্কুলে এসে ঘটনাটি দেখে পরিচালনা কমিটির সভাপতি, মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের প্রস্তুতি নেয়া হচ্ছে।
পরিচালনা পরিষদের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে এসে ঘটনাটি দেখে প্রধান শিক্ষককে মামলার প্রস্তুতি নিতে বলা হয়। এলাকার কিছু দুস্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, বিষয়টি জানার পর পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।