Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

ঈশ্বরগঞ্জে তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ জুন, ২০২২, ২:১৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সালমানুল হক বিজয় (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

জানা যায়, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের উত্তর বনগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে সালমানুল হক বিজয় শুক্রবার রাতে খালি বাড়িতে বসত ঘরের বারান্দার আড়ার সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। এমন অবস্থা দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

স্থানীয় ও বিজয়ের সহপার্ঠীরা বলেন, বিজয়ের বাবা নেই। মা ঢাকায় কাজ করে। একা একা থাকতেন বাড়িতে। প্রতিদিন বাড়ি থেকে বিভিন্ন জায়গায় খেলাধুলা করে বাড়ি ফিরে আসে। এঅবস্থায় শুক্রবার রাতে বাড়ি ফিরে। কিন্তু এমন ঘটনা কিভাবে ঘটেছে তা বুঝতে আমরা বুঝতে পারছিনা। বিজয়ের এমন ঘটনা ঘটবে এমন কিছু তার মধ্যে কোনদিন দেখি নাই। তাই তার মৃত্যুর বিষয়টি সঠিক তদন্তের জন্য দাবি জানান তারা। এসময় তারা আরো বলেন
বিজয়ের পায়ে ছিলো ফুটবলের জাদু। ফুটবলার হিসেবে পুরো উপজেলাতেই তার সুনাম রয়েছে। তার এমন মৃত্যুেতে আমাদের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈশ্বরগঞ্জ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ