Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমরুলকে নিয়ে সন্দিহান নির্বাচকমন্ডলী

#২৩ ফেব্রুয়ারী থেকে শুরু শ্রীলংকা সফরের প্রস্তুতি #টেস্ট দলে ফিরছেন মুস্তাফিজ

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এখন ছুটিতে কাটাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। আজ থেকে বিসিএলে খেলে শ্রীলংকা সফরের প্রস্তুতি নিবে তারা। শ্রীলংকা সফরের জন্য দল ঘোষিত হবে আগামীকাল। ঘোষিত দলের প্রস্তুতি শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) থেকে। শ্রীলংকা সফরের দল ছাড়াও এশিয়ান ইমার্জিং কাপের দল ঘোষনার তাড়া আছে নির্বাচকদের। এমন তথ্যই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ‘দল প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ২০ তারিখে দল ঘোষণা করা হবে। তাদের অনুশীলন শুরু ২৩ ফেব্রুয়ারি। আর ওয়ানডে দলটা তৈরি করে ইমার্জিং কাপের স্কোয়াড দেব। ওদের অনুশীলন শুরু হয়ে যাবে ২৫ তারিখ থেকে।’
২ ম্যাচের টেস্ট, ৩ ম্যাচের ওয়ানডে এবং ২ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে আগামী ২ মার্চ থেকে ৬ এপ্রিল প্রায় ৪০ দিন শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ। এই সফরকে সামনে রেখে যে স্কোয়াডটি মোটামুটি তৈরি করে রেখেছেন নির্বাচকমন্ডলী, সেখানে ইমরুল কায়েসকে নিয়ে সন্দিহান প্রধান নির্বাচক। নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে উরুতে চোট পেয়ে সেই চোট কাটিয়ে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভারত সফরে ইমরুল কায়েস পুনরায় চোট পেয়ে হায়দারাবাদ টেস্ট থেকে ছিটকে পড়ায় এই বাঁ হাতি ওপেনারকে নিয়ে সতর্ক নির্বাচকমন্ডলী। আজ থেকে অনুষ্ঠেয় বিসিএলের ৪র্থ রাউন্ডে ইমরুল কায়েসকে পরখ করে দেখতে চান নির্বাচকমন্ডলী। শুধু ব্যাটিংই নয়, দেখতে চান তার ফিল্ডিং, ক্যাচিং সামর্থও। তবে পরিস্থিতি অনুযায়ী ইমরুল কায়েসের শ্রীলংকা সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, তা মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু “ইমরুলকে নিয়ে একটু সংশয় আছে। ফিজিও-ডাক্তার যে রিপোর্ট দিয়েছে, তাতে কতো দ্রæত সে সেরে উঠবে, তা বলা মুশকিল। কাল থেকে বিসিএলে ওর ম্যাচ আছে। শুধু ব্যাটিং করলেই হবে না। ওর ফিল্ডিংটাও দেখতে হবে। সিøপে দাঁড়িয়ে থাকলেও চলবে না। ফিল্ডিংয়ের সময় তাকে রানিং এবং বল থ্রো করতে হবে। পুরোপুরি ফিটনেস ফিরে পেতে বিসিএলে অন্ততঃ ইমরুলকে দু’টি ম্যাচ খেলতে হবে। হায়দরাবাদের অভিজ্ঞতা থেকে এই বিষয়কে আমরা একটু গুরুত্ব দিচ্ছি।’
বিসিএলের ৫ম রাউন্ড সম্পন্ন হবে আগামী ২৮ ফেব্রæয়ারি। তার একদিন আগেই বাংলাদেশ দল চলে যাবে শ্রীলংকায়। সে কারণে বিসিএলের ২টি ম্যাচে ইমরুল কায়েসকে নজরে রাখলে এই বাঁ হাতি ওপেনারের শ্রীলংকা সফর অনিশ্চিত হয়ে পড়ছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে চিকিৎসক, ফিজিও’র ইয়েস কার্ড ইমরুল কায়েস না পেলেও বিসিএলের গত ২ রাউন্ডে বাঁ হাতি কাঁটার মাস্টার মুস্তাফিজুরের বোলিং মনে ধরেছে নির্বাচকদের। ২ ম্যাচে ৪ উইকেট আহামরি মনে না হলেও ওই ২ ম্যাচে ৪৮ ওভার বোলিং করেছেন মুস্তাফিজ লম্বা স্পেলে এই বোলিংয়েই নির্বাচকদের আশ্বস্ত করতে পেরেছেন মুস্তাফিজ ‘মুস্তাফিজ এখন ভালো। টেস্টের জন্য সে প্রস্তুত।’ মুস্তাফিজুরকে টেস্ট খেলানোর জন্য বিসিএলের ৪র্থ রাউন্ডে বিশ্রামে রাখা হচ্ছে এই বাঁ হাতি পেস বোলারকে। বিকেএসপিতে নর্থ জোনের বিপক্ষে খেলছেন না মুস্তাফিজ। ছুটি নিয়ে এখন এই পেস বোলার সাতক্ষীরায় গ্রামের বাড়িতে কাটাচ্ছেন বাবা-মা’র সঙ্গে। এদিকে মুশফিকুরের উইকেট কিপিং নিয়ে সমালোচনার মুখে মুশফিকুরকে নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকমন্ডলী। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক ‘এটা নিয়ে নির্বাচকদের মধ্যে এখনও আলোচনা হয়নি। মুশফিকুরের সঙ্গে এই বিষয়টি নিয়ে আগে কথা বলা দরকার। এরপর সিদ্ধান্ত জানাতে পারব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ