Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লঙ্কানদের কষ্টের জয়

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : স্মিথ-ওয়ার্নাররা যখন মুম্বাইয়ে ভারতের ‘এ’ দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলছেন, মেলবোর্নে তখন শ্রীলঙ্কার মুখোমুখী অ্যারোন ফিঞ্চের টি-টোয়েন্টির অস্ট্রেলিয়া। অজি এই দলকে ‘এ’ দল বললেও তাই ভুল হবে না। ‘বিগ ব্যাশ’ নির্ভর এই দলের বিপক্ষেই পাঁচ উইকেটের জয়ের জন্য শেষ বল পর্যন্ত খেলতে হয়েছে লঙ্কানদের। ১৬৯ রানের লক্ষে ১৮ বলে ১৮ দরকার রান, হাতে সাত উইকেট এই সহজ হিসাব মেলাতে হিমশিম খেতে হয়েছে শ্রীলঙ্কার। শেষ বলে এক রানের হিসাবটা বাউন্ডারির মাধ্যমে মিটিয়ে নেন কাপুগেদারা।
দলীয় পাঁচ রানে অধিনায়ক উপুল থারাঙ্গা ফিরলেও দ্বিতীয় উইকেটে ডিকওয়েলা (৩০) ও মুনাওয়ারার (৪৪) গড়া ৭৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় সফরকারীরা। ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন গুনারতেœ। দুইটি করে উইকেট নেন অ্যাডম জাম্পা ও অভিষিক্ত অ্যাস্টন টার্নার। আরেক অভিষিক্ত বিলি স্টানলেক তিন ওভারে ৪২ রান দিয়েও কোনো সাফল্যের দেখা পাননি। এর আগে টস হেরে অভিষিক্ত মিশেল ক্লিঙ্গার (৩৮) ও ফিঞ্চের ৭৬ রানের উদ্বোধনী জুটির পরও নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৬৮ রানে অজিদের বেঁধে ফেলে লঙ্কানরা। সর্বোচ্চ ৪৩ রান (৩৪ বলে) আসে ফিঞ্চের ব্যাট থেকে। চোট কাটিয়ে প্রায় এক বছর পর মাঠে নামা লাথিস মালিঙ্গা ২৯ রানে নেন দুই উইকেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লঙ্কা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ