নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : চতুর্থ রোলবল বিশ্বকাপের উদ্বোধনী দিন নানা অব্যবস্থাপনা চোখে পড়লেও অসাধারণ পারফরমেন্স দেখিয়ে সবকিছু যেন ভুলিয়ে দিয়েছেন স্বাগতিক বাংলাদেশের খেলোয়াড়রা। নিজেদের প্রথম ম্যাচে তারা পাত্তাই দেননি হংকংকে। অতিথি দলকে উড়িয়ে দিয়েই আসরে শুভসুচনা করেছে লাল-সবুজরা। গতকাল বিকালে শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে বাংলাদেশ ১৯-১ গোলে বিধ্বস্ত করে হংকংকে। উদ্বোধনী দিন সর্বাধিক গোলের জয় এটিই। লাল-সবুজদের পক্ষে দ্বীন হাসান হৃদয় একাই ১১ গোল করেন। এ ছাড়া সোহাগ তিনটি, অধিনায়ক আসিফ ও আসাদ দু’টি করে এবং ওয়ালী একটি গোল করেন। বড় জয় দিয়ে আসর শুরু করতে পেরে দারুণ উচ্ছ¡সিত বাংলাদেশ অধিনায়ক আসিফ ইকবাল। তাই তো ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করতে ভুলেননি তিনি, ‘খুব খুশি লাগছে প্রথম ম্যাচ জিতে। বড় জয়ই পাবো প্রত্যাশা ছিলো। শেষ পর্যন্ত তা পেয়েছিও। আমরা খুব ভালো খেলেছি এ জয় তারই প্রমাণ।’ আসিফ আরো বলেন,‘ আমাদের প্রত্যাশা ফাইনালে খেলবো। আশাকরছি সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাবো আমরা। গতবার স্বাগতিক হিসেবে শিরোপা জিতেছিল ভারত। নিঃসন্দেহে তারা অনেক শক্তিশালী। তবে আমরাও কম নই। যার প্রমাণ আজ (গতকাল) দিয়েছি। আগামীকাল (আজ) ভুটানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবো আমরা। আমাদের প্রত্যাশা এ ম্যাচেও বড় ব্যবধানে জয় পাবো।’ বাংলাদেশ অধিনায়ক যোগ করেন, ‘আসলে এই মাঠে আমরা আগে খেলিনি। প্রথম খেলেছি বলেই শুরুতে কিছুটা অসুবিধা হয়েছে। এখানে অনেক ধুলো ছিল। যা আমাদেরকে ভুগিয়েছে। দৌড়াতে গিয়ে কেউ কেউ পড়ে গেছি। অবশ্য ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছি। ম্যাচে আমরা ৪ঃ১ পদ্ধতিতে খেলেছি। ভুটান ম্যাচে আমরা ৩ঃ২ পদ্ধতিতে খেলবো।’ দিনের অন্য ম্যাচে ইংল্যান্ড গোলশূণ্য ড্র করে সিয়েরালিওনের বিপক্ষে। এবং উগান্ডা ৩-২ গোলে হারায় তাঞ্জানিয়াকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।