প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : চলচ্চিত্রে অভিনয়ের জন্য নতুন শিল্পী বাছাইয়ের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। এই আয়োজনের সার্বিক সহযোগিতায় থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। নায়ক-নায়িকাসহ বিভিন্ন চরিত্রের শিল্পী বাছাইয়ের জন্য সারা দেশের ৬টি জায়গায় ভেন্যু তৈরি করা হবে। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে শিল্পী বাছাইয়ের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। তিনি জানান, বাংলাদেশের চলচ্চিত্রে বর্তমানে যে শিল্পী সংকট চলছে, সেটা নিরসনে ‘নতুন মুখের সন্ধানে’ শিরোনামে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে নতুন শিল্পী বাছাইয়ের কাজ হবে। তিনি বলেন, আমরা আগামী মাসের ১৫ থেকে ২০ তারিখের মধ্যে এফডিসিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবো। নায়ক-নায়িকাসহ সব চরিত্রের জন্য আমরা শিল্পী নেব। বিভিন্ন গণমাধ্যমে আমরা বিজ্ঞাপন দেব। সারা দেশ থেকে ৬টি ভেন্যুর মাধ্যমে আমরা শিল্পী বাছাই করব। বাংলাদেশের যেকোনো নাগরিক, যে অভিনয় জানে, সে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। খোকন বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে শিল্পী সংকটের কারণে পরিচালকরা গল্প ঠিক মতো ফুটিয়ে তুলতে পারে না। একই মুখ বিভিন্ন চরিত্রে বারবার দেখাতে হচ্ছে আমাদের, দেখতে দেখতে বিরক্ত হচ্ছে দর্শক। অনেক সময় শিল্পীর অভাবে চরিত্রই ফেলে দিতে হচ্ছে গল্প থেকে। ২৭ বছর ধরেই নতুন শিল্পী নেওয়া হচ্ছে না, আবার রাজীব, হুমায়ুন ফরীদি, মান্না, দিতির মতো অনেক গুণী শিল্পী চলে গেছেন। মান্না, সোহেল চৌধুরী, দিতি, অমিত হাসান, আমিন খান, মিশা সওদাগরসহ জনপ্রিয় অনেক শিল্পী ঢাকাই চলচ্চিত্রে এসেছেন নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতার মাধ্যমে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রথম এই প্রতিযোগিতা শুরু হয় ১৯৮৪ সালে। এরপর শুধু ১৯৮৮ ও ১৯৯০ সালেই এই প্রতিযোগিতা হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা হতে যাচ্ছে ২০১৭ সালের মার্চ মাসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।