মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আবারো গ্রিক বাহিনী অবৈধ অভিবাসীদের তুরস্কের নৌসীমায় পুশব্যাক করেছে। তুরস্কের নেভাল ফোর্সেস কমান্ডের একটি ড্রোন বুধবার এজিয়ানের সারনিচ বার্নু এলাকার উপকূলে পুশব্যাকের এই ঘটনা রেকর্ড করেছে। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কের সীমায় পুশব্যাক করা এইসব অবৈধ অভিবাসীদের জীবন বাঁচিয়েছে তুর্কি কোস্ট গার্ডরা। সোমবার গ্রিক বাহিনী অভিবাসীদের দুটি ভেলায় স্থানান্তরিত করে তাদের তুরস্কের আঞ্চলিক নৌসীমায় পুশব্যাক করেছে। বারবার গ্রিসের আশ্রয়প্রার্থীদের তুরস্কে পুশব্যাক করার এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা করে তুরস্ক বলেছে, এটি নারী ও শিশুসহ দুর্বল অভিবাসীদের জীবন বিপন্ন করে মানবিক মূল্যবোধ এবং আন্তর্জাতিক আইন লংঘন করে। সাম্প্রতিক বছরগুলোতে উন্নত জীবনের সন্ধানে হাজার হাজার মানুষ উত্তর ও পশ্চিম ইউরোপে কম সময়ে পাড়ি দেয়ার জন্যে এজিয়ানজুড়ে বিপজ্জনক যাত্রা করছে। এ সময় শরণার্থীদের বহনকারী অনেক নৌকা সাগরে ডুবে গেছে বা ডুবে শতাধিক মানুষ নিহত হয়েছেন। তুর্কি কোস্ট গার্ড কমান্ড হাজার হাজারকে অভিবাসীকে উদ্ধার করেছে। তুরস্ক এবং গ্রিস হলো নতুন জীবন শুরু করার জন্য যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে ইউরোপে পাড়ি দিতে চাওয়া অভিবাসীদের জন্য মূল ট্রানজিট পয়েন্ট। ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।