Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য ঘেরে লুটপাটে সহায়তায় খুলনার পাইকগাছা থানার ওসিসহ ৯ জনের নামে আদালতে অভিযোগ

| প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : মৎস্য ঘেরে চাঁদাবাজদের লুটপাটে সহায়তার অভিযোগে খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ আহম্মদসহ ৯ জনের নামে আদালতে মামলার এজাহার দাখিল হয়েছে। আগামী ২২ ফেব্রæয়ারি শুনানীর দিন ধার্য্য করেছে আদালত। গত মঙ্গলবার খুলনা মহানগরীর দোলখোলা রোডের ইমান আলী গাজীর ছেলে আব্দুল জব্বার বাদী হয়ে পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এজাহার দাখিল করেন।
এজাহার সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার তেতুলতলা-গঙ্গারকোনা মৌজায় ৩৩৫, ৯২, ৬৯৭, ৬৯৮, ৬৫৪, ৬৭৬, ৩৭১ সহ অন্যান্য দাগে মোট ৬৬ একর সম্পত্তিতে দীর্ঘদিন মৎস্য ঘের করছেন নগরীর দোলখোলা রোডের ইমান গাজীর ছেলে মোঃ আব্দুল জব্বার গাজী। এরমধ্যে, উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের মৃত বারিক শেখের ছেলে আব্দুর রব মিঠু, কানাইদিয়া গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে আনারুল শেখ, হরিদাসকাটি গ্রামের মৃত প্রভাত চন্দ্র মজুমদারের পুত্র নির্মাল কান্তি মজুমদার বিভিন্ন সময়ে আব্দুল জব্বারের কাছে ১০লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এক পর্যায়ে, আব্দুল জব্বার আদালতে ১৪৪ধারা মামলা করেন (যার এসআর- ১৫/১৭)। আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পাইকগাছা থানার ওসিকে নির্দেশ দেন। গত ২ ফেব্রুয়ারি শান্তি-শৃংখলা বজায় না রেখে বেআইনীভাবে লীজ ঘেরে প্রবেশ করে বাঁধ কেটে কয়েক লাখ টাকার মাছ লুটপাট করেছে আসামীরা। এতে থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ আসামীদের পক্ষ নিয়ে অন্যায় সুবিধা গ্রহণ করেন বলে মামলায় উল্লেখ রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৎস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ