Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলচ্চিত্রের পরিস্থিতি ভালো হলে প্রযোজনায় ফিরবেন নূতন

| প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এক সময় চলচ্চিত্র প্রযোজনার সাথে জড়িত ছিলেন চিত্রনায়িকা নূতন। তার প্রযোজনা সংস্থা বিএন প্রোডাকশন থেকে ‘চাঁদ সুরুজ’, ‘কাবিন’, ‘সাহস’, ‘রূপের রানী গানের রাজা’, ‘নাচে নাগিন’, ‘শত্রু ধ্বংস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়। বেশ কয়েক বছর ধরে তিনি প্রযোজনা থেকে দূরে আছেন। কেন দূরে আছেন? এমন প্রশ্নের জবাবে নূতন বলেন, ‘এখনতো চলচ্চিত্রের সার্বিক পরিস্থিতি ব্যবসার জন্য অনুকূল নয়। হলের সংখ্যা তিনশো’রও কম। এত কম সিনেমা হল দিয়ে কি আর ব্যবসা চলে? আমি আবারও চলচ্চিত্র প্রযোজনায় ফিরতে চাই। তবে পরিস্থিতির উন্নতি হলে প্রযোজনায় ফিরব।’ এদিকে চলচ্চিত্রে প্রযোজনা না করলেও নূতন নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। ইতোমধ্যে তিনি শেষ করেছেন শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনায় ‘অহংকার’ চলচ্চিত্রের কাজ। নূতন বলেন, ‘একটি চলচ্চিত্রে নায়ক নায়িকা থাকা স্বাভাবিক। তবে তাতে অন্যান্য চরিত্রও গুরুত্বপূর্ণ। প্রতিটি চরিত্রের সমন্বয়েই একটি ভাল সিনেমা হয়। আমি চাইব, যারা আমাকে নিয়ে কাজ করতে চান, আমার চরিত্রটির যেন গুরুত্ব থাকে এ চিন্তা করে নেবেন। তা নাহলে কাজ করা সম্ভব নয়। কারণ একজন নায়িকা হিসেবে এদেশের চলচ্চিত্রে অনন্যাদের মতো আমারও অবদান আছে। আমি খুব সহজ, সরল একজন মানুষ। তাই আমার চাওয়াগুলো খুব সাধারণ এবং স্বাভাবিক।’ উল্লেখ্য, চলচ্চিত্রে অভিনয়ে নূতনের অভিষেক হয় মোস্তফা মেহমুদ পরিচালিত ‘নূতন প্রভাত’ চলচ্চিত্রের মাধ্যমে। বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র মাসুদ পারভেজ প্রযোজিত, চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ওরা ১১জন’র একজন অন্যতম একজন অভিনেত্রী তিনি। ‘স্ত্রীর পাওনা’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। এদিকে শাহ মোঃ সংগ্রামের নির্দেশনায় নূতন শিগগিরই নতুন আরেকটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। পাশাপাশি স্বাধীনতা’র আরো একটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চলচ্চিত্র


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ