Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তায়কোয়ান্ডোতে বাংলাদেশের সাফল্য

| প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : প্রথম কাঠমান্ডু আন্তর্জাতিক তায়কোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ তায়কোয়ান্ডো দল। আসরে লাল-সবুজের তায়কোয়ান্ডোরা চারটি স্বর্ণসহ ১০টি পদক জিতে নিয়েছেন। গত ৯ থেকে ১১ ফেব্রুয়ারি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয় এই টুর্নামেন্ট। এতে স্বর্ণপদক জয়ী চার বাংলাদেশী তায়কোয়ান্ডোরা হলেন- মাইনাস ৮০ কেজিতে বিজিবির মাসুম খান, পুমসে ক্যাটাগরিতে সেনাবাহিনীর দিপু চাকমা, নুরুদ্দিন হুসাইন ও সামির খান। এছাড়া -৬৩ কেজি ফাইটে বিজিবির নুরুল আমিন, -৬৪ কেজি ফাইটে কাজী এনায়েতুল্লাহ, ও -৮৭ কেজি ফাইটে শেখ হুমায়ুন কবির একটি করে রুপা এবং -৪৬ কেজি ফাইটে লাবিবা ফাইরুজ হাসান, -৫২ কেজি ফাইটে ফ্রিয়ানা কুরাইশি ও -৪২ কেজি ফাইটে রাদিয়াহ রিয়ানা মুশফিক একটি করে ব্রোঞ্জপদক জেতেন। চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালসহ মোট ৯টি দেশের প্রায় ১২০০ তায়কোয়ানডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ