বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে আজ বুধবার বেলা ১১টায় সাংবাদিক, নারী ও সাধারণ জনগণকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে। এই মানববন্ধনের নেতৃত্ব দেবেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও ফরিদপুর থেকে প্রকাশিত ভোরের প্রত্যাশার সম্পাদক ইমতিয়াজ হাসান রুবেল। সাম্প্রতিক ফরিদপুর জেলার সালথা উপজেলায় সাংবাদিকসহ রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন, মামলা ও হামলার শিকার হচ্ছেন। গত রোববার ভোরে ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক সেলিম মোল্লার সালথার গ্রামের বাড়িতে চিহ্নিত একদল সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। ওই হামলায় সাংবাদিক সেলিম মোল্লার বাবা-মাসহ বাড়ির একাধিক ব্যক্তি গুরুতর আহত হন এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সাংবাদিক সেলিম মোল্লার বাবা আবদুল মান্নান মোল্লাকে। তিনি বর্তমানে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই হামলার প্রতিবাদেই আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানান, সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর চৌধুরীর নাম ব্যবহার করে ওই সন্ত্রাসী গ্রæপটি জনগণের উপর নির্যাতন চালাচ্ছে দীর্ঘ বছর ধরে। তারা আরো বলেন, সালথা নগরকান্দা এ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর চৌধুরী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করবেন বলে জানা গেছে।
নির্বাচিত হওয়ার আগেই যেভাবে নির্যাতন, হামলা-মামলা চালাচ্ছেন, আর সংসদ সদস্য নির্বাচিত হলে তখন তিনি কী করবেন? তখন তো আমরা এলাকাতেই থাকতে পারব না। বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেয়ার জন্য আমরা নগরকান্দা-সালথাবাসী দাবি জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।