বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটিয়া উপজেলা সংবাদদাতা : পটিয়ায় বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ উপজেলার কোলাগাঁও ইউনিয়ন সভাপতি সাবেক ছাত্রনেতা বাহাদুরের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলা প্রজন্মলীগের উদ্যোগে গতকাল (মঙ্গলবার) বিকেলে পটিয়া থানার মোড় চত্বরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আলমগীর আলমের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক নেজাম আলীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সম্পাদক চেয়ারম্যান আবদুল খালেক, পটিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বাহাদুরের ভগ্নিপতি মোখতার আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ রহিম, পৌরসভা যুবলীগ সভাপতি নুর আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আহমদ খলিল, যুবলীগ নেতা এনাম মজুমদার, মোজাম্মেল হক লিটন, উপজেলা শিক্ষক সমিতির সম্পাদক মাস্টার শ্যামল দে, কোলাগাঁও ইউনিয়ন আ’লীগ সভাপতি মো. হারুন, সম্পাদক আবু জাফর, আ’লীগ নেতা বদিউল আলম তুষার, কোলাগাঁও যুবলীগ সভাপতি মাহাবুল আলম, সাধারণ সম্পাদক বুলবুল হোসেন, দক্ষিণ ভ‚র্ষি ইউনিয়ন আ’লীগ সম্পাদক জাহাঙ্গীর আলম, দক্ষিণ জেলা প্রজন্মলীগের সহ-সভাপতি আবদুর রউফ সৌরভ, সাংগঠনিক সম্পাদক বাপ্পী চৌধুরী, দফতর সম্পাদক আজিজুর রহমান, চন্দনাইশ উপজেলা সভাপতি নাজিম উদ্দিন, সম্পাদক সৈকত দাশ, ফরিদুল ইসলাম, পটিয়া উপজেলা সভাপতি কামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফর আলী চৌধুরী প্রমুখ। এসময় বাহাদুরের তিন বছরের শিশুপুত্র উপস্থিত ছিল।
এতে বক্তারা বলেন, বাহাদুর হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে বৃহত্তর কর্মসূচি দেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।