Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীর ডিসি হলেন ড. সুভাষ চন্দ্র বিশ্বাস

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদীর ডিসি হিসেবে নিযুক্তি পেয়েছেন ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। গতকাল সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি বিদায়ী জেলা প্রশাসকের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এসময় নরসিংদী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কালেক্টরের ভবনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইতোপূর্বে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করার পর নরসিংদীর জেলা প্রশাসক হিসেবে তাঁকে নিয়োগ দেয়া হয়। তিনি হচ্ছেন নরসিংদী জেলার ১৬তম জেলা প্রশাসক। স্থলাভিষিক্ত হয়েছেন বিদায়ী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের। আবু হেনা মোরশেদ জামান সম্প্রতি যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। ইতোপূর্বে তিনি ১৪ জেলা, ১১টি মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নরসিংদীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করার সময় যুগ্ম-সচিব পদে পদোন্নতি লাভ করেন। তিনি তার পরবর্তী কর্মস্থল হিসেবে যোগদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-সচিব পদমর্যাদার পরিচালক পদে। নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিস্ট আব্দুস সালাম জানিয়েছেন, তিনি পরিবেশ অধিদপ্তরের ১৯ জন পরিচালকের একজন হলেন।
নব নিযুক্ত জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস ১৯৯৮ সালে ২২ ফেব্রæয়ারি চাকুরীতে যোগদান করেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ঠাকুর মালিথিয়া গ্রামে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী

১১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ