Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

খুলনায় বিদেশী পিস্তল ও মদসহ গ্রেফতার ৪

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার ফুলতলা উপজেলার দামোদর পূর্বপাড়া নদীরচর এলাকায় গতকাল সোমবার সন্ধ্যায় একটি বিদেশী নাইম এমএম পিস্তল ও এক বোতল বিদেশী মদসহ ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল, ফুলতলার দামোদর গ্রামের হানিফ মোহাম্মদ ভুঁইয়া লাখির ছেলে তানভীর আহম্মদ ভুঁইয়া (২৫), আলকা গ্রামের মঈন সরদারের ছেলে রিফাত আহম্মদ অনিক (২৪), খুলনার বয়রা মধ্যপাড়ার আয়ুব আলীর ছেলে আরিফুজ্জামান (২৭) ও শিরোমনি পূর্বপাড়ার ইমদাদুল হকের ছেলে মেহেদী হাসান (৩২)।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান মুন্সী বলেন, নদীরচর এলাকায় কতিপয় যুবককে একত্রে দেখে তাদেরকে চ্যালেন্স করে পুলিশ। এসময় যুবকরা পালাতে গেলে তাদেরকে জাপটে ধরে ফেলা হয়। এ সময় তাদের কাছ থেকে জাপানের তৈরী একটি নাইম এমএম পিস্তল, এক বোতল (ভ্যাট-৬৯) বিদেশী মদ ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ