Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুন্ডে ভিটে মাটি হারানোর আতঙ্কে হাজার হাজার মানুষ

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সৌমিত্র চক্রবর্তী, সীতাকুন্ড থেকে :সীতাকুন্ডে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটের হাজার হাজার মানুষ এখন অধিগ্রহণ আতঙ্কে দিশেহারা। নৌবাহিনী কর্তৃক ওই এলাকায় অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছানোয় অধিগ্রহণ ঠেকাতে তারা পাগলের মত হয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এই দাবিতে ইতোমধ্যে তারা সীতাকুন্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন, নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করে এ অধিগ্রহণ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নাজিম উদ্দিন। তিনি বলেন, ভাটিয়ারীর খাদেমপাড়াসহ বিভিন্ন অংশ নৌবাহিনী অধিগ্রহণের যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রত্যাহার করতে হবে। না হলে এলাকায় ব্যাপক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। এলাকাবাসী জীবন দিয়ে হলেও তাদের বাপ-দাদার ভিটে মাটি রক্ষা করবে। তিনি আরো বলেন, ভৌগলিক অবস্থানে মাদামবিবিরহাটের পূর্বে পাহাড় ও পশ্চিমে সাগর অতি সন্নিকটে। তারই মাঝে রয়েছে শিপব্রেকিং ইয়ার্ডসহ অসংখ্যরকম শিল্প প্রতিষ্ঠান। ফলে এখানে সাধারণ মানুষের জন্য বসবাসের জায়গা অতি সামান্য। এরপরও এখানে নৌবাহিনীর অফিসারদের জন্য আবাসিক এলাকা স্থাপিত হয়েছে ১৯৮১ সালে। সেসময়ও আজকের মতো কিন্তু তাদেরকে বলা হয়, এলাকায় নৌবাহিনী অফিসারদের সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, পার্কসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠলে এলাকাবাসীই লাভবান হবে। কিন্তু এখন সেই নৌবাহিনীর জন্য নতুন করে খাদেমপাড়াসহ বিভিন্ন অংশ অধিগ্রহণের প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছে। বর্তমান পরিস্থিতি নিজের ভিটে মাটি ছেড়ে আর কোথাও আশ্রয় পাবার মত পরিস্থিতি এলাকার হাজার হাজার মানুষের নেই।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, সেই ব্রিটিশ আমল থেকে এই খাদেমপাড়া গ্রামের জমি বার বার ভূমি হুকুমের দখল করা হয়েছে। বাংলাদেশ আমলে নৌবাহিনীর জন্য দু’দফা ভূমি হুকুম দখল করা হয়। সর্বশেষ এল.এ মামলা নং- ৬৮/৭৯-৮০ মূলে আবিদ শাহ সড়কের উভয় পার্শ্বস্থ জমি হুকুম দখল করা হয়। আবিদশাহ সড়কটির উভয়পাশে বাড়ি, দোকন পাট ছাড়াও মূল্যবান জমি ইত্যাদি থাকা সত্তে¡ও এলাকার উন্নয়নের স্বার্থে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে ছেড়ে দেয়। কিন্তু পরবর্তীতে এলাকাবাসী জানতে পারে, নৌবাহিনীর জন্য সড়কটি উভয় পার্শ্বের জায়গা ভূমি হুকুম দখল করা হয়েছে। এরপর খাদিমপাড়া মৌজায় বেশ কয়েকটি বেসরকারি শিল্প কারখানা প্রতিষ্ঠা হওয়ায় এই মৌজায় এখন আর তেমন জমি নেই বললেই চলে। এ অবস্থায় নতুন করে নৌবাহিনী অধিগ্রহণ করলে হাজার হাজার মানুষের আশ্রয় হারানোর সম্ভাবনা রয়েছে। ফলে তারা আর চুপ করে থাকতে পারছে না। তাই যেকোনো মূল্যে নৌবাহিনীকে এই অধিগ্রহণ প্রক্রিয়া থেকে সরে আসার জন্য অনুরোধ জানান গ্রামবাসীরা।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইসহাক, সাবেক চেয়ারম্যান ফজলুল কাদের চৌধুরী, কাজী শওকত ইকবাল, জানে আলম চৌধুরী, কাদের চৌধুরী, মো: রফিক, রমজান আলী মেম্বার, মো: এস.এম. ইউসুফসহ অসংখ্য এলাকাবাসী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানুষ

২৭ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ