Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

স্ত্রী হত্যায় তাড়াশের লতিফের ফাঁসির দন্ড বহাল

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী মাসুদাকে হত্যার দায়ে স্বামী আব্দুল লতিফের মৃত্যুদন্ডদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সালেহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।
২০০১ সালে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বটগাড়ি গ্রামের লতিফের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মাসুদা খাতুনের। বিয়ের সময় মাসুদার স্বামীকে ৯০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপরেও যৌতুকের জন্য স্ত্রীকে চাপ দেন লতিফ। কিন্তু যৌতুক এনে না দেওয়ায় বিভিন্ন সময়ে অকথ্য নির্যাতন চালানো হয় এবং তাতে মাসুদার মৃত্যু হয়। এ ঘটনায় ২০০৭ সালের ১৭ নভেম্বর তাড়াশ থানায় স্বামী লতিফ এবং তার বাবা-মাকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের পিতা মোহসীন আলী। ঘটনার তদন্ত করে ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ২০১১ সালের ৩০ অক্টোবর সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মাসুদা হত্যার দায়ে লতিফকে মৃত্যুদন্ড এবং তার বাবা-মাকে তিন বছর করে কারাদন্ড দেন। পরে মামলাটি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ