Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বাংলাদেশকে নিয়ে সুপার সিক্সে পাকিস্তান

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্বের সুপার সিক্স নিশ্চিত হয়েছে বাংলাদেশের। গতকাল পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে বাছাই পর্ব থেকেই বিদায় নিয়েছে স্কটল্যান্ড। সানা মিরের দলের এই জয়ের সুযোগে সুপার সিক্সের টিকিট পায় দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় থাকা রুমানা আহমেদের দল। টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সুপার সিক্সে যায় দক্ষিণ আফ্রিকা। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয়। ৪ ম্যাচে ২ জয় পাওয়া রুমানার দলের পয়েন্ট ৪। আর অন্যদিকে ‘এ’ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করে ভারত। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় হয়ে উঠা আয়ারল্যান্ডের পয়েন্ট ৪। সুপার সিক্সে প্রতিটি দল অন্য গ্রুপের তিন দলের মুখোমুখি হবে। এই পর্বে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামীকাল রুমানাদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। শুক্রবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। আর আগামী রোববার এ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। আইসিসি চ্যাম্পিয়নশিপে সেরা চারে থাকায় সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলাদেশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ