Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৎস্য ঘেরে চাঁদার দাবিতে হামলা যুবলীগ নেতাসহ ৭ জনের নামে মামলা

| প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহরে চাঁদার দাবিতে মৎস্য ঘেরে হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যা চেষ্টার ঘটনায় আদালতে যুবলীগ নেতাসহ সাতজনের নামে মামলা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ধুলিহর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কওছার মালীর পুত্র ছলেমান মালী দীর্ঘদিন ধরে সুকদেবপুর এলাকার নলডাঙ্গার বিলে নিজ নামীয় ও লিজকৃত ৪৫ বিঘা জমি নিয়ে মৎস্য ঘের করে আসছেন। ৫ ফেব্রæয়ারি সকালে ধুলিহর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বালুইগাছা গ্রামের মৃত নবাত আলীর পুত্র আজাহারুল ইসলামের নেতৃত্বে ধুলিহর সানাপাড়া গ্রামের নূরমান আলীর দুই পুত্র আরশাদ আলী ও জামির আলী, বেড়বাড়ী গ্রামের মৃত রজব আলীর পুত্র আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য মনিরুল ইসলাম, বয়ারবাতান গ্রামের নেপাল সরকারের পুত্র সাধন সরকার, একই গ্রামের মোহাম¥দ আলীর পুত্র যুবলীগ নেতা মন্টু ও নুনগোলা গ্রামের মৃত জোহর আলীর পুত্র নাজমুল কারিকরসহ অজ্ঞাতনামা ১০-১২ জন প্রকাশ্যে দিবালোকে ছলেমান মালীর মৎস্য ঘেরে ঢুকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও জখম করে। এ সময় তারা ঘেরের বাসা, শ্যালো মেশিনঘর ভাঙচুর করে ও টাকা লুট করে। এ ছাড়া তারা যাওয়ার সময় ঘেরে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির কয়েক মণ মাছ ধরে নিয়ে যায়। তারা প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এই ঘটনার পরদিন সাতক্ষীরার আমলি আদালত-১ এ যুবলীগ নেতাকে প্রধান আসামি করে সাতজনের নামে একটি মামলা করা হয়েছে। মামলা নম্বরÑ সিআরপি ৭১-২০১৭, তারিখ-৬ ফেব্রæয়ারি ২০১৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৎস্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ