Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

দলের ভাইস চেয়ারম্যানদের সাথে খালেদা জিয়ার বৈঠক

উপদেষ্টাদের নিয়ে বৈঠক আজ

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গতকাল রাতে দলের ভাইস চেয়ারম্যানদের সাথে মতবিনিময় করেছেন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সোয়া ৯টায় গুলশান কার্যালয়ে এই বৈঠক হয়। আজ রোববার উপদেষ্টা কাউন্সিলের সদস্যদের সাথে বৈঠক করবেন বিএনপি চেয়ারপার্সন। 

বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রেসিডেন্টের নিয়োগকৃত নতুন নির্বাচন কমিশন, চেয়ারপার্সনের মামলার সর্বশেষ অবস্থাসহ সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির নির্বাহী কমিটির মোট ভাইস চেয়ারম্যানের সংখ্যা ৩৫ জন। বৈঠকে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, মেজর জেনারেল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বেগম সেলিমা রহমান, ব্যারিস্টার শাহজাহান ওমর, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক আব্দুুল মান্নান, মোহাম্মদ শাহজাহান, আব্দুুল মান্নান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, ইনাম আহমেদ চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক এজেডএম ডা. জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, এডভোকেট আহমেদ আজম খান, এডভোকেট জয়নাল আবেদীন, গিয়াস কাদের চৌধুরী ও শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সভায় ছিলেন।
এদিকে গতকাল রাতে বিএনপি চেয়ারপার্সনের সাথে সাক্ষাত করেছেন সদ্য কারামুক্ত দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ। বেগম খালেদা জিয়ার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি শুভেচ্ছা জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপদেষ্টা

১৪ জানুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ