মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাটর্নি টাই কব হোয়াইট হাউসে অর্পিত দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন। রুশ সংযোগ তদন্তে তিনি ট্রাম্প প্রশাসনের হয়ে আইনজীবীর দায়িত্ব পালন করে আসছিলেন। কবের স্থলে ট্রাম্প এমেট ফ্লাড নামের আইনজীবীকে নিয়োগ দেওয়ার চিন্তা করছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে। কব নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, হোয়াইট হাউসের মতো জায়গায় দেশকে সেবা দিতে পারাটা ছিল গর্বের। আমি আশা করি সবাই নিজের দায়িত্ব পালন করবেন। কব জানান, তিনি ট্রাম্পকে কয়েক সপ্তাহ আগে বলেছিলেন দায়িত্ব ছেড়ে দেওয়ার বিষয়ে। কিন্তু ফ্লাডের দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত তিনি হোয়াইট হাউসে থাকছেন। গত গ্রীষ্মে রুশ সংযোগ তদন্তে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউস ট্রাম্প প্রশাসনের প্রধান আইনজীবী হিসেবে কবকে নিয়োগ দেয়। তিনি রবার্ট মুলারকে বরখাস্তের বিরোধিতা করেছিলেন বলে বিভিন্ন খবরে বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।