Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাভারে পল্লীবিদ্যুতের বার্ষিক সদস্য সভায় পচা খাবার সরবরাহ : আটক ১

| প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ১ম বার্ষিক সদস্য সভায় পচা খাবার সরবরাহ করার অভিযোগে সাভারে ইয়াম্মী ইয়াম্মী ফ্রুটস এ্যান্ড ফ্লেভার্স লিমিটেড রেস্টুরেন্টের ব্যবস্থাপককে মো: সুলাইমানকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বিকালে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবু নাসের বেগের আদালতে সুলাইমানকে হাজির করলে ভোক্তা অধিকার আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের সাজা দেয়া হয়েছে বলে জানান সাভার মডেল থানার এসআই কবির হোসেন।
তিনি বলেন, শনিবার ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর ১ম বার্ষিক সদস্য সভায় ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজার সামনে অবস্থিত ইয়াম্মী ইয়াম্মী ফ্রুটস এ্যান্ড ফ্লেভার্স লিমিটেড রেস্টুরেন্টের থেকে এসব পচা খাবার সরবরাহ করে প্রতিষ্ঠানটি। তিনি আরো বলেন, সুলাইমানকে গ্রেপ্তার করা হয়েছে। জরিমানার টাকা পরিষোধ করলে ছেড়ে দেয়া হবে, অন্যথায় জেল হাজতে পাঠানো হবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বুলবুল আহাম্মেদসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, পল্লীবিদ্যুৎ এর বার্ষিক সদস্য সভায় এম এ এইচ স্পিনিং মিলস লিমিটেড এর সৌজন্যে ইয়াম্মী ইয়াম্মী রেস্টুরেন্ট থেকে পচা খাবার সরবরাহ করা হয়। এসব খাবার হাতে নেয়ার সাথে সাথেই দুর্গন্ধ পাওয়া যায়। অনেকে না বুঝে খাবার খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পরায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহাব্যবস্থাপক সৈয়দ ওয়াহিদুল ইসলাম বলেন, খাবার খেয়ে অসুস্থ হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি। তাছাড়া যে খাবার পচা দুর্গন্ধ ছড়িয়েছিল সেগুলো খায়নি গ্রাহরা। ভালগুলো খেয়েছে।
ইয়াম্মী ইয়াম্মী রেস্টুরেন্ট এর সাভার শাখার বিক্রয় প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান বলেন, এক হাজার প্যাকেট ফ্রাইড রাইস মীরপুর সাড়ে ১১ এলাকায় অবস্থিত হেড অফিস থেকে সরবরাহ করা হয়েছে। আমাদের কাছে অনেকেই খাবারের প্যাকেট নিয়ে এসেছে। আমিও নিজেও দেখেছি খাবারটি গন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কাস্টমার কেয়ার ইনচার্য শফিউল আলম বলেন, খাবার পচা ও গন্ধ হয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে সব খাবারই নষ্ট বিষয়টি ঠিক নয়। গরমের কারণে কিছু খাবার হয়তো গন্ধ হয়ে যেতে পারে।
এব্যাপারে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আমজাদুল হক বলেন, খাবার নষ্ট হওয়ার খবরটি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টরকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাভার

২৫ ফেব্রুয়ারি, ২০২২
৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ