বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোর জেলা সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় কেন্দ্রে প্রবেশ করে এক পরীক্ষার্থীনিকে চড় থাপ্পড় দিয়ে পালিয়েছে এক যুবক। থানায় কেন্দ্র সচিবের অভিযোগ। গতকাল বৃহস্পতিবার বাগাতিপাড়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ডিগ্রী কলেজ ভেন্যুতে এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডের অধীনের এক পরীক্ষার্থী সকালে কেন্দ্রে প্রবেশ করে। সোয়া নয়টায় দিকে বহিরাগত উপজেলার গালিমপুরের হেলাল উদ্দিনের ছেলে রাসেল একই কেন্দ্রে প্রবেশ করে শারিরীকভাবে লাঞ্চিত করে চড় থাপ্পড় দিয়ে পালিয়ে যায়। ওই পরীক্ষার্থীর অভিযোগ, নিজ বাড়ির নিকট থেকে পিছু নিয়ে রাসেল তাকে বিরক্ত করে।
এ বিষয়ে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে কেন্দ্রে পৌঁছে ছাত্রীকে চড় থাপ্পড় মারে। এ ঘটনায় কেন্দ্র সচিব খালিদ হোসেন লিটন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ও থানায় পৃথকভাবে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে কেন্দ্র পরিদর্শক হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তাৎক্ষণিক ঊর্ধ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। থানা অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।