মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউরোপীয় দেশগুলো ও কানাডার পর এবার রাশিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন জাহাজগুলোকে নিজেদের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়াকে অব্যাহত চাপের মধ্যে রাখতেই এই উদ্যোগ নিয়েছে বাইডেন প্রশাসন। এর আগে মার্চের শুরুর দিকে যুক্তরাজ্যসহ ইউরোপের কয়েকটি দেশ ও কানাডা তাদের বন্দরে রাশিয়ার জাহাজ প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে। জো বাইডেন বলেন, ‘এর অর্থ হলো, রাশিয়ার পতাকাবাহী অথবা কোনো রুশ কোম্পানির মালিকানাধীন অথবা পরিচালিত জাহাজ যুক্তরাষ্ট্রের কোনো বন্দরে ডকিংয়ের অনুমতি পাবে না এবং আমাদের জলসীমায় প্রবেশ করতে পারবে না।’ এর আগে যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমায় রাশিয়ার উড়োজাহাজগুলো প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করে। পাশাপাশি রাশিয়া থেকে তেল আমদানিও বন্ধ করে দেয় তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।